মধ্যমগ্রাম বিধানপল্লী ঠাকুর বাড়ীর দুর্গাপূজোর শুরু সেই ১৯০৫ সালে বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ মহকুমার ব্রাহ্মণ-প্রধান হরিণাহাটি গ্রামের ৺পার্বতীচরণ ঠাকুর মশাইয়ের পরিবারে। সময়ের প্রবাহে আমাদের পরিবারেরও সাংগঠনিক পরিবর্তন হয়েছে, পরিবর্তিত হয়েছে পূজার স্থানও - হরিণাহাটি (১৯০৫ সাল) থেকে কলকাতা এবং সেখান থেকে মধ্যমগ্রামে (১৯৫০ সাল)। পরিবর্তনের ছোঁয়া লেগেছে পূজার নানা অঙ্গে। তবু আমাদের পূজা এগিয়ে চলেছে সময়ের সঙ্গে পা মিলিয়ে।