মধ্যমগ্রাম বিধানপল্লী ঠাকুর বাড়ীর দুর্গাপূজোর শুরু সেই ১৯০৫ সালে বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ মহকুমার ব্রাহ্মণ-প্রধান হরিণাহাটি গ্রামের ৺পার্বতীচরণ ঠাকুর মশাইয়ের পরিবারে। সময়ের প্রবাহে আমাদের পরিবারেরও সাংগঠনিক পরিবর্তন হয়েছে, পরিবর্তিত হয়েছে পূজার স্থানও - হরিণাহাটি (১৯০৫ সাল) থেকে কলকাতা এবং সেখান থেকে মধ্যমগ্রামে (১৯৫০ সাল)। পরিবর্তনের ছোঁয়া লেগেছে পূজার নানা অঙ্গে। তবু আমাদের পূজা এগিয়ে চলেছে সময়ের সঙ্গে পা মিলিয়ে।
Tuesday, 27 October 2015
ঠাকুর পরিবারের ১২ প্রজন্মে উদ্ভব, বংশানুক্রম, ইতিহাস ও ফটো
No comments:
Post a Comment